প্রতিদিন বাতায়নের পাশে উঁকি দিয়ে পাখিটা
অনুরাগী ভালোবাসার গান গেয়ে যায়
কিছু ভালোলাগার আত্মকথা নিয়ে
কিছু মিথ্যা আশ্বাস দিয়ে,
তরঙ্গের মতো তৃপ্ত বাসনাগুলো আছড়ে পড়ে।


যখন দীর্ঘ মনে হয় সীমাহীন অপেক্ষাগুলো
একাকীত্বে লাগাম লাগিয়ে নিজ মুখে  
ইচ্ছে করেই নাকি বিক্রি করে চলে
নিজ উঠোনে ছড়ানো,  
অতীতের বিষাদ মাখা স্মৃতিগুলো।


জীবনের ঝরা পাতা কুড়িয়ে পুনরায় গড়ে
স্বপ্নের অট্টালিকা,
নব অনুরাগী দৃষ্টির অগোচরে
কানে বাজে আচম্বিত শব্দরা অস্ফুট স্বরে
সময়ের বুকে প্রাচীর গড়ে ভ্রান্ত অপচ্ছায়ায়।


জীবনের গচ্ছিত অভিমানের আড়ালে
মন আকাশে জমে থাকে কালোমেঘ
প্রাচীর বেষ্টিত অশ্রু সিক্ত মন,  
অপেক্ষার মিথ্যে আশার প্রহর গুণে আনমনে
কতো রঙ লাগিয়ে বিষফোঁড়ার সিঁথিতে।


এখনো হৃদয় বারান্দা ঘন কুয়াশার চাদরে ঢাকা
তবুও চোখ বুজে সকাল দেখার ব্যর্থ চেষ্টা
আয়োজনহীন জীবনে,
বিলাসী ইচ্ছেগুলো গলে পরে মুহূর্তে-ই
চিহ্নহীন অাঁধারের বুকে বিদায়ের হাতছানি দিয়ে।


নিজেকে রেখে শান্ত বোধের জাগরণে
আবার জেগে উঠুক তন্দ্রার মাঝে ঊষার আলো
আবার আসুক জানালার পাশে পাখিটা
গেয়ে যাক ভালোবাসার গান,
আপনার মাধুরী ছড়িয়ে একাকী নিজ সত্ত্বায়।
___________________
জন্ম সময়: স্নিগ্ধ সকাল ৯.১৫ মিনিট
২০ মার্চ মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®