কষ্ট রাতের আঁধার ঘোচাতে
সময়ের প্রদীপ জ্বেলে উজ্জ্বল করতে সংসার
বের হয়ে বিচিত্র পৃথিবীর কত বৈচিত্র্যের সম্ভারে
দিন হয়েছে মাস,মাস বছরের দ্বার পেরিয়ে
ঝরেছে যুগের পরে যুগ চোখের পাতায়।


শরীরের ভাঁজে বাসা বেঁধেছে অনারোগ্য ব্যাধি
নীল বায়ুতে ভরা জীবনের সিলিন্ডার
ফকফকে বিছানার পাশে দাঁড়িয়ে অচেনা মুখ
নাড়িছেঁড়া বিষণ্ণ আর্তনাদে এপাশ ওপাশ
তীব্র অন্ধকারের পাঁজর ভাঙা স্বপ্নের মিছিলে।


শত শত স্বপ্ন হয়েছে পূরণ অজস্র রয়েছে বাকি
কেঁপে কেঁপে উঠছিলো ঠোঁটের কোণায় অচেনা হাসি
অব্যক্ত হাজার মনের কথা অসহায় চাহনিতে
ধীরে ধীরে ডুবে আসে দিগন্তে জীবনের সবিতা
হৃদপিণ্ডের থেমে যাওয়া নির্বাক গতিতে।


তারপর !!!!!!
পরে থাকে লাশকাটা হিমঘরে করুণার প্রতীক্ষায়
দেয়ালে দেয়ালে ছবি বাঁধানো আবেদনী বার্তায়
কেউ ছিল না আপন পাশে মুখে পানি দেবার
পায়ে হেঁটে এসেছিলো দুর্বার গতিতে স্বপ্ন বুনবার
কফিনে বন্দি হয়ে যাবে ফিরে হয়ে নির্বিকার।
_____________________  
রবিবার ৯ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Sunday 24 September 2017 খ্রীস্টাব্দ
Al-Ahaad 03 মুহাররাম 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®