প্রতীক্ষার যবনিকা এখানেই টানবো ভাবছি
যেদিন থেকে জন্মেছি এই অতৃপ্ত ধরণীর বুকে
কোনো পুরাতনের সন্ধানে,নতুনের খোঁজে
হাঁপিয়ে উঠেছি বিনির্মিত রোদের চাতালে  
পথের ছায়ায় উদাসীন চোখে কৌতূহল নিয়ে
আমায় অঢেল ক্লান্ত করে তুলেছে
দুর্ভেদ্য স্বপ্নের স্পর্শহীন আদুরে অভিলাষ।


শ্রান্ত অবেলায় আনমনে ভেবেছি
স্বাগতমী নয়নে পরাগ রেণুর উপহার নিয়ে
হয়তো কেউ অপেক্ষায় প্রেমের বিমুগ্ধ দ্বারে
সেই চির চেনা গানের সুর আঁচলে সাজিয়ে
অপরূপ মিলনের কাজল মেখে নয়নে
ছলছল চোখের পাপড়ি ঝরিয়ে
প্রজাপতির আল্পনা আঁকা উঠোনে দাঁড়িয়ে।


হৃদয়ের মাঝে জমিয়ে রাখা আগামীর ধ্বনি
নির্দয় সময়ের দাপটে হয়েছে বর্ণহীন
অপারগতার গ্লানি নিয়ে আর কতো বাঁচা যায়
সময়ের জল যদি ঝরে যায় অবেলায়
অভিমানের সিঁড়ি বেয়ে চৈত্রের দাবদাহে
কোন এক বসন্তের রাতে উচ্ছ্বাস বুকের তপ্ততায়
যবনিকা টানবো অস্তগামী সূর্যের অনুরাগে।
____________________    
জন্ম সময়:অবসন্ন রজনী ১১.৪০ মিনিট
৩১ সে মে বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®