কেন কর অভিযোগ তুমি দেখো একবার নিজের দিকে
মুসলিম হয়ে তুমি কি করছো তোমরা পৃথিবীর বুকে
কেন আজ তোমাদের মাঝে দুনিয়া ও দৌলতের লোভ
হেদায়াতে কোরআন ভুলে আজ শুধুই ক্ষণিকের ভোগ
তোমাদের আচার ব্যবহারে লজ্জা পায় ইবলিশ ও ইহুদ
শুধু নামে মুসলিম আসলে নিকৃষ্ট যেমন জাতি-এ লুত।

বিশ্বের সকল মুসলিম জাতি তোমাদের ঐ কলেমা এক
একই নবী একই ঈমান একই কা'বা কোরআন ও এক
কত ভালো হতো যদি তোমার হতে মুসলমান ও এক।


কোথাও টুপি নিয়ে বিবাদ কোথাও নবী নূর না বাসার
কোথাও শিয়া ও সুন্নি কোথাও ভ্রান্ত মাজহাবের কদর
কোথাও কবরের ব্যবসা খুলে বসিয়েছ গানের আসর।


তোমার জীবন যাপনে নেই যে কোথাও ইসলামী রেশ
আছে শুধু লোক দেখানো সব মিথ্যে ইবাদাতের ভেস
সূদ ও জুয়া আর মাদকের ব্যবসায় তুমি আজ ধনী
লক্ষ্য টাকার জাকাত দিয়ে তুমি হতে চাও জগতে গনি
প্রতিবেশীর ক্ষুধার জ্বালায় কখনোই গলেনি মন ও প্রাণ  
হারাম টাকা পকেটে নিয়ে খোঁজ হালাল মাংসের দোকান।


পথে ঘাটে করেছো বিক্রি ঈমান তুমি অর্থের আদরে
কোরআন রেখেছো তুলে তাকের উপর লাল কাপড়ে
অপরের নারী ধন ও সম্পদ আত্মসাতে তোমার নেশা
মিথ্যে মধুর প্রলেপ লাগিয়ে ভেজাল করা তোমার পেশা
খুন ব্যভিচার ও চাঁদাবাজি করে বেড়াও তুমি বুক ফুলিয়ে
বাবার সামনে মেয়ের ধর্ষণ করে ঘুরাও তাদের নেড়ে করে।


কেমন মুসলিম তুমি এটাই কি তোমার নবীর আদেশ
তোমার জন্য পাঠিয়েছি পৃথিবীতে আমার কত নির্দেশ
দেখেও দেখো না শুনেও শোনো না তুমি তোমার দু'কানে
তোমায় সঠিক পথ দেখিয়েছি আমি ঐ পাক কোরআনে
নবীকে ভালোবাসো যদি মনে প্রাণে তবেই আমি তোমার
এই পৃথিবী তুচ্ছ বস্তু সব আলমে লোও-হ কলম তোমার।
____________________
বুধবার ০১ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Wednesday16 August 2017 খ্রীস্টাব্দ
Al-Arba'a ২৪ জিলকদ 1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®