নিজেকে গুটিয়ে নিয়েছি নিজের মতো করে
এখন আর যুগের চলার পথের কোন ক্লান্তি নেই
ছোটখাটো ব্যথা বেদনা
মনকে আর আহত করেনা
শোক গাঁথা নির্মম খাঁচায় নিজেকে করেছি বন্দী
স্মৃতিমাখা ডায়রির পাতায় ধুলো জমেছে
পুরাতন দেয়ালে জমে উঠা শেওলা স্তুপের মতো।  


কত স্বপ্নপুরী ঘুরে এসেছি,
গড়েছি অনেক খেলাঘর বালুচরে
আঁধার নিবারণে জ্যোৎস্না ধার করে এনেছিলাম
রক্ষিত রেখে সময়ের সূর্যতাপের কাছে  
যোজন বিয়োজনের সমীকরণে,
অপ্রাপ্তির সাধনায়।


যাপিত জীবনের ঐশ্বরিক অবদানে
নিষ্ঠুর অনন্ত প্রত্যাশায় ভেসে
মেঘহীন আকাশের বুকে অনিন্দিতা সাথী হয়ে
নির্বাক ছুটেছি অজস্র যুগের ভ্রান্ত পদচারণায়
সময়ের নিকোটিনের অজানা ঠিকানায়
আঁধার মরীচিকার পিছনে।


বিবর্তনের চাবিগুচ্ছ লুকিয়ে হাতের মুঠোয়
ফিরে এসেছি জীবনের দ্বারে আনন্দে
যুগের বাতাসে স্বরলিপিহীন গানের মতো
গোধূলির শূন্য বুকে শ্রান্ত সন্ধ্যার পূর্ণতা নিয়ে।
____________________
Wednesday 09 August 2017
বুধবার ২৪ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®