অদেখা স্বপ্ন পথে করি যাত্রা ভালোবাসার হাত ধরে
জীবনের সব কষ্ট ভুলে,
নিষ্পলক চেয়ে থেকে প্রেয়সীর ঠোঁটের রক্তিম আভায়
সে যে অনেক দূরের পথ,
অনেক ইচ্ছে জাগে মনে পূর্ণ করতে ছোট ছোট সকল
অপূর্ণ প্রত্যাশাগুলো।


জীবনে এখন স্নিগ্ধ সুষমা ছুঁয়ে যায় এক আনন্দ নিয়ে
উপভোগের অতিথিয়তায়,
ধীরে ধীরে বুঝে উঠি একচিলতে হাসিতে জীবনের  
ভালো থাকার অভিপ্রায়,
মাঝে মাঝে অযাচিত মনের অভিব্যক্তি ফুটে উঠে
দৃঢ় ভালোবাসার রঙ্গমঞ্চে।


দু'টি জীবন এক হয় আস্বাদনের নিবিড় আলিঙ্গনে
অব্যক্ত অনুভূতির মায়ায়,
দুই শরীর এক হয়ে যায় একান্ত ভাবে পাওয়ার স্বাদে  
ডাহুকীর প্রণয়ের সুখে,
কেটে যায় মায়াবী রাত জেগে উঠে ভোরের শুভ্র সূর্য
নবীন উজ্জ্বলতায়,
লেগে থাকে ঠোঁটের কোণে নিদারুণ চুম্বনের আল্পনা  
দীর্ঘক্ষণ মনের দর্পণে।


নিশুতি রাতের জ্যোৎস্না এসে চুপিচুপি বলে যায় হেসে
এখানেই স্বর্গ এখানেই জীবন,
দিব্যধামের ঠোঁটে গভীর প্রেম জেগে উঠে প্রমত্ত আশায়
অনুরাগের জীবন বাসরে,
দিলরুবা আলিঙ্গনে মুছে যায় সব ক্লান্তি অপূর্ণতার কষ্ট  
বাঁচতে ইচ্ছে অনন্তকাল এভাবেই।
___________________
উপলদ্ধিঃ উজ্জ্বল সকাল ৯.১০মিনিট
১৬ অগাস্ট মঙ্গলবার ২০২২ খ্রিষ্টাব্দ  
০১ -ই- ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
১৮-ই মুহাররাম ১৪৪৪  হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®