জীবন সানন্দ সায়াহ্নে
যদি তুমি আমার পাশে থাকতে
অনিরুদ্ধ বিকেলের নিবিড় স্পর্শে
একমুঠো ভালোলাগা হয়ে,
কোন এক পরাগ রেণুর উৎসবে
বিমুগ্ধ বসন্তবেলায়
তোমার কণ্ঠে পরিয়ে দিতাম  
অজস্র শব্দে গাঁথা বিমুগ্ধ কথার মালা।


জীবন সানন্দ সায়াহ্নে
যদি তুমি আমার পাশে থাকতে  
জীবনের সব রংধনু রঙ ঢেলে দিয়ে
অনিন্দ্য প্রাপ্তির উচ্ছলতায়,
তোমার উদারতার অখিল আশ্বাসে
সঙ্কুচিত সময়ের ভাঁজে
কণ্ঠবীণায় অমর প্রেমের গান
ভরে দিতাম সুরেলা হৃদয় তানপুরায়।


জীবন সানন্দ সায়াহ্নে
যদি তুমি আমার পাশে থাকতে  
নববর্ষের আগমনী ধ্বনির মায়াজালে
অফুরন্ত রঙের খেলায়
জলপাই রঙ শাড়ির মায়া আঁচলে
পুষ্প কানন হতে চুপিসারে
শিশির সিক্ত এক গুচ্ছ ফুল এনে
পরিয়ে দিতাম উর্বশী কবরীর ভাঁজে।


জীবন সানন্দ সায়াহ্নে
যদি তুমি আমার পাশে থাকতে
আকাশে রক্তিম আলোয় সুরভী মেখে
আহ্নিক প্রহরের মৌনতায়
স্বপ্নময় দূর সুনীল গগনের পাঁজরে
অস্পষ্ট আল্পনা আঁকা সুছন্দে
গীতিনাট্যের প্রতিটি শব্দ অলঙ্কারে
গেয়ে যেতাম তোমায় জীবন পদে পদে।  
_________________
রচনা :একাকী সন্ধ্যা ৮.১০ মিনিট
৪'রা জুন মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®