সাদা কালো মেঘগুলো হারিয়েছে কবেই
সোনালী স্বপ্ন ভোরের অনুসন্ধানে
অমৃতের সেই সুখ নগরীর সুখ সন্ধানে।  


যেখানে ছোট ছোট ব্যথাগুলো দাঁড়িয়ে থাকে
আলোকিত সেই অমল দৃশ্যের অন্তরালে  
অধীর অপেক্ষা নিয়ে একাকী নীরবে।


মাঝে মাঝে নিশ্চুপ লুকোয় হৃদয়ের গভীরে
অতীতের ছেঁড়া সব ছবি বুকে ধারণ করে
নির্ঘুম নয়নের জ্যোতিহীন দৃষ্টির বিচ্ছুরণে।  
  
হৃদয়ের অতলে নিরাশার জোনাকিগুলো
বিষাদের ফোকলা মুখে নির্মম হাসে।।
ধুলোজমা ফ্রেমের জরাজীর্ণ দর্পনে
উদাসীনতায় উপেক্ষা পরমার্থ জীবনে।


গতিচ্ছন্দের প্রবাহে নির্বাক পথচলা এভাবেই
শূন্য হাতে অনন্তযাত্রার প্রতীতির পথে
নিরুত্তর প্রশ্নের মুখোমুখি হয়ে নতশিরে
ছুটেই চলছে জীবনতরী গন্তব্যহীন স্রোতে।


সময়ের অশ্রু ঝরে অসময়ের আশির্বাদে
বিমূঢ় পৃথিবীর বুকে অবাঞ্ছিত প্রত্যাশায়
কোজাগরী আকাশের উর্ধ্বচোখের অস্থিরতায়
সন্ধ্যার বুকে অপূর্ণতার পালঙ্কের চৌকোণায়।
____________________
Thursday 06 July 2017
বৃহস্পতিবার  ২১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®