আবার ফিরে পেতে ইচ্ছে করে
সেই নন্দিত সময়ের সুখ
লাগামহীন ছুটে চলা সময়ের ইচ্ছে ডানায়,
বৈপরীত্বের অনুভূতিতে ইচ্ছের স্বাধীনতার দ্বারে
অবিরাম ছুটে চলা জীবনের সীমানা পেরিয়ে।


সেই মেঠোপথ সেই সবুজ মাঠ,
সেই প্রথম শ্রাবণের দিন
চোখের তাকে রাখা বসন্তের ঘুড়ি ও নাটাই,
হৃদয়ের কার্নিশে বৃষ্টি ভেজা সন্ধ্যার পাতার গুঞ্জনে
মোছারখোলার তরী ভাসিয়ে উদ্দাম নৃত্যের সুরে।


আজো নিঃশ্চুপে হেঁটে আসে,
মনের রুদ্ধ দ্বারে নির্দ্বিধায়
লুকোচুরি খেলে যায় অতীতের কাঠগড়ায়
ইশারায় ডাকে নিরালায় স্মৃতির ঘোলাটে আয়নায়
দু'নয়ন ভাসে মেঘাম্বরের জলকেলী খেলায়।


যে'দিন যায় চলে যায় অজানায়
ফিরাবার নেই যে উপায়
সময়'যে সত্যি অনেক নির্দয়,নির্বোধ অপ্রতিরোধ্য
জীবনের কোলাহলে মিশে একাকার হয়ে
কত'কি বলে অনুভূতির অজস্র শুনশান প্রহরে।
_________________________
Saturday 4 November 2017 খ্রীস্টাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®