কে তুমি দাঁড়িয়ে আমার হৃদয়ের নিভৃত বাতায়নে
সোনালী দৃষ্টি নিয়ে শব্দহীন শুভ্র ভাবনার অন্তরালে
তোমাকে কি দেখেছি আমি হাজার বছর আগে সেই
জীবনের কৈলাসী স্রোতধারায় নির্ঘুম মৌন প্রভাতে।


জীবনের মলাটহীন ডায়েরির অসমাপ্ত উপন্যাসে
ইচ্ছের ঘুড়ির ছেঁড়া রঙহীন মলিন কাগজের ভাঁজে
একরাশ নীল ধোঁয়ার প্রাচীর ভেদে সময়ের সৈকতে
এক বিধুর বিষণ্ণ বিকেলের দ্যুলোক দলিনীদল হয়ে।  


উদ্যোগী হাওয়ায় সময়ের ক্যানভাসে এঁকে দিয়ে
দীপনেভা রাতের আঁধারে নির্বাক বসন্তের আবেশে
কত অলেখা শব্দ মালার অনুরাগের ফানুস উড়িয়ে
মনভুলা সন্ধ্যায় স্তব্ধতার চাদরে ঢেকে নিভৃত দ্বারে।


আচ্ছা বলো আমাদের কি দেখা হয়েছিল কোন স্বপ্নে
অচেনা অনুভূতির সমস্ত অবয়ব নিয়ে উন্মুখ হৃদয়ে
দু'দণ্ড দেখার স্বরলিপি অংকিত করে আঁখি যুগলে
অযাচিত সুখের দ্বার খুলে নির্দ্বিধায় পরম তৃপ্তিতে।


ক্লান্তিহীন সোনালী দিনের শেষে দীর্ঘশ্বাসের অন্তরালে
বিরামহীন চলার পথে দিগন্তের ওপারে অনুভব করি
বিবর্ণ আকাশে আছে নিয়তির আহত গোধূলির ছায়া
স্বপ্ন তরী বেয়ে চলার প্রাণান্তকর চেষ্টা অজানা স্রোতে।
________________
২৯ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®