ঐরাবত সময়ের সুরেলা হৃদয় চিরে
চলন্তিকা জীবনের কুহুতানে
যখন গেয়ে চলি নীরব পৃথিবীর গান
পাহাড়ের বুকে লক্ষ পাথর তলে
মায়াময় দর্পনে চুঁইয়ে পড়া প্রবরা পূর্ণিমার আলোয়।


বসন্তের বর্ণিল কফিনে যখন এঁকে চলি একে একে
কোজাগরী স্বপ্নের দুর্ভেদ্য ষোড়শী কামনা
যুগ যুগান্তরের মায়াবিনী ইন্দ্রজালে
কতো অজানা অচেনা নাম আমায় ডাকে
সোনালী দর্পনের পেণ্ডুলামে।


যখন জ্যোৎস্না নেমে আসে ধোঁয়াটে খেয়াঘাটে
সিঁদুরমাখা সন্ধ্যায় অজানা আকাশের বুকে
অদৃশ্যের কিছু অলৌকিক বন্ধনে বাঁধা
জীবনের লেনাদেনা গুছিয়ে হয় নিরুদ্দেশ
ঘন দীর্ঘশ্বাসের নীরব মেঠোপথে।


শতাব্দীর নাভীমুলে দাঁড়িয়ে অভিবাসী শব্দরা
যখন গোধূলির আভায় অতৃপ্ত হৃদয়ে
সময় সূচনার গভীর আঁধারের মরীচিকায়
নিভৃত ধনুক বৃত্তের যুগলবন্দী রাত্রিতে
আমায় ডাকে আধখোলা চোখের ইশারায়।


জীবন কতকাল বয়ে চলেছে নিষ্প্রাণ পাথরের বুকে
অদৃশ্যের আঁচড়ে সাজানো সোনালী দুঃখগুলো
উড়ন্ত গাঙচিলের নিস্তেজ ডানায়
হেরে যাওয়া জীবন যুদ্ধের সিপাহীর মতো
ভৌগোলিক নিয়মের রুষ্টতা ভেঙে।
___________________
জন্ম সময়:অলস সন্ধ্যা ৬.৪৫ মিনিট
২৪ ফেব্রুয়ারি শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®