অস্তগামী সূর্য উদধির উদর চিরে
রক্তিম আভা ছড়িয়ে আঁকছিলো আল্পনার জাল
নিস্তন্ধ অলস ধরণীর বুকে,
পাখিদের কোলাহল,প্রজাপতির উদ্দাম নৃত্য
শ্যামল পত্র পল্লব শিশির অপেক্ষায়
পৃথিবীর শিরায় উপশিরায় নেমে এসেছিলো
নিদারুন মৌনতা ভরা প্রকৃতির রূপ,


অকস্মাৎ ..........  
মুঠোফোনের কণ্ঠ হৃদয়ের স্থিরতা ভেঙ্গে
জানিয়ে গেলো কারো অদৃশ্য বার্তার উপস্থিতি
অজ্ঞাত নাম্বার থেকে,শুধুই লেখা ছিল প্রাইভেট
হাসিমাখা সবুজ রঙের বোতাম টিপতে
ওপার থেকে এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো "হ্যালো"
একেবারেই অপরিচিত মেয়েলি কণ্ঠ,
হয়তো ভুল সংখ্যায় দূরভাষা বার্তা ছিল
তবুও যেন কেন মনে হলো চেনা জানা হাসি,
অনেক ক্ষণ নিশ্চুপ ছিলাম দু'জনাই।

দ্বিধা ভেঙ্গে বললাম........
আপনি কি জানেন আপনার হাসি খুব সুন্দর
তাই নাকি,আগে কেউ কখনো এভাবে বলেনি তো
তারপর অবাক করেই যোগাযোগ বিচ্ছিন্ন
এক অপার ভালোলাগা জেগে রইলো হৃদয়ের গহীনে,
পরের দিন আবার ফোন সেই অজ্ঞাত নাম্বার
সেই কণ্ঠে হ্যালো আজ ভুল নাম্বার নয়,
কালকের ভুল নাম্বারটা সহজেই উদ্ধার হলো
অনেক সময় ধরে কথা বললাম,
তার পরের দিন আবার, প্রতিদিন,রোজ কতো কথা,
ধীরে ধীরে আমাদের মাঝে এক অপেক্ষার
একটা পছন্দের ভাব গড়ে উঠেছিল।

একদিন হঠাৎ .........
সেই অজানা নাম্বারের ফোন আসা বন্ধ হলো
একদিন দু'দিন তিনদিন চারদিন এক সপ্তাহ
আমি অপেক্ষায় এদিক ওদিক অধৈর্য
কখনোই তার ফোনের সংখ্যা জানা হয়নি
অবশেষে ধীরে ধীরে অজানায় হারিয়ে গেলো সেই কণ্ঠ
এখনো পৃথিবীর বুকে সন্ধ্যা নামে,পাখি গান গায়
হাসে সন্ধ্যা মালতী, জোনাকির আলোয়,
সব চলছে যার যার আপন গতিতে
শুধুই বেজে উঠে না সেই মায়াবী মিষ্টি কণ্ঠের সুরভী।
___________________
জন্ম সময়:শ্রান্ত সকাল ১০.১৫ মিনিট
১৯ মার্চ সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®