একটা স্বপ্ন মাঝে মাঝে ছুঁয়ে যায় আমাকে  
দীর্ঘ রাত্রির বুকে ইচ্ছে ঘুড়ির ডানা মেলে
ফেনিল ঢেউয়ের আঁছড়ে পড়া শব্দের তালে
পড়ন্ত বিকেলের জাফরানি আভায়
নির্লিপ্ত চোখের পাতায় ভাসে সেই স্বপ্ন।


শিশির ভেজা বিন্যাস্ত ঘাসফুলে তোমার হাসি
মুক্তোর দানার মতো সবিতার উজ্জ্বলতায়
মাঝে মাঝে শ্রবণের বর্ষণে তোমার গুঞ্জন শুনি
চৈত্রের উদাসী পবনে উড়ে যাওয়া
নীড়হারা বিহঙ্গের পাখার বিরহী শয্যায়।


অস্থির ইচ্ছে গুলি স্বপ্ন হয়ে ফিরে ফিরে আসে
সোনালী রাতের ঘুম ভাঙা ক্লান্ত প্রহরে
থমকে যায় হঠাৎ অসম বিত্তের দুরন্ত অবেলায়
স্বপ্ন'রা অপেক্ষার নিরুত্তর সময়ের হাত ধরে
পর্যদুস্ত হয়ে যায় নিমিষেই কালের মরীচিকায়।


অজানার পথে ছুটে চলেছে এ জীবন
সীমাহীন গতিতে ভ্রান্ত স্বপ্নের প্রতিধ্বনির পিছে
চলে যাওয়া বিষাদী মুহূর্তগুলো আবার
অতীতে ডাকে অস্তমিত সূর্যের রক্তক্ষরণে
শব্দের অন্তরালে মৃত্যুর দ্বারে অবাক অন্বেষণে।
__________________
Friday 02 Jun 2017
শুক্রবার ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®