আমি অবাক নয়নে চেয়ে দেখি নির্বাক পান্থশালায়
যেখানে মূল্য জানা থাকলে সব বিক্রি হয় নির্দ্বিধায়।
অগাধ ভালোবাসা হয় বিক্রি,প্রেম নামের প্রহসনে,
স্বার্থের মূল্যে হয় স্বপ্ন বিক্রি এ'জীবনের প্রয়োজনে।  
ক্ষুধার দায়ে শরীর বিক্রি দাম কষাকষি অনায়েসে,
ঠান্ডা মাথায় হয় আইন বিক্রি বিবেকহীনতায় হেসে।
অন্ধদের ভিড়ে ধর্ম বিক্রি,মন্দিরে মসজিদে গির্জায়,
অনাধিকারে হয় শিল্পকলা বিক্রি, বিবেক বেঁচে খায়।
দায়িত্বের নামে মনুষ্যত্ব বিক্রি, পথে ঘাটে প্রতিদিন,
শিক্ষা অন্ধ মানবতা অন্ধ হয়েছে সমাজ বিবেকহীন।
কলমের কালি হয়েছে নিশ্চুপ আজ প্রশাসনের ভয়ে,
সুদূরে বসে হাসে ঈশ্বর,দেখে ক্রিয়াকাণ্ড ভজনালয়ে।  
_____________________
রচনা: তুষারাচ্ছন্ন সকাল  ১১.১০ মিনিট
২৪-ই জানুয়ারী সোমবার  ২০২২ খ্রিষ্টাব্দ  
১০-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
২১-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️