তুমি একবার না হয় এসো !!
নিবিড় অস্থিরতায় ক্লান্ত হৃদয়ের নিভৃত দ্বারে
স্নিগ্ধ সমীরণের অপূর্ব শিহরণ জাগিয়ে
আমার ভাবনার তীরে শুভ্র কল্পনার বন্দরে
বৃষ্টিস্নাত এক বিকেলে নীরব ছায়াবীথি তলে।


তোমায় পড়াবো রংধনুর স্বপ্নীল হার
ঘুমিয়ে পড়া সন্ধ্যা মালতির সুরভী কর্ণফুল
কারুপণ্য জলরেকাবীর ষোড়শী বালা
পাহাড়ি মৌনতার শব্দহীন আবেগী প্রেম  
আর দেবো শেষ রজনীর চন্দ্রমল্লিকার হাসি।


তুমি একবার না হয় এসো !!
প্রতীক্ষিত পথের বাঁকে অবুঝ সন্ধ্যার নীরবতায়
বিকেলের প্রান্তে সুমধুর বাতাসের আলিঙ্গনে
শিশির অবগাহনে বিনিদ্র প্রভাতের নিস্তব্ধতায়
উর্বশী মেঘের আড়ালে অনন্তের বিছানার ভাঁজে।


এক মুঠো সোনালী স্বপ্ন নিয়ে তপ্ত হৃদয়ের কোণে
বিরহী প্রেমের বৈরাগী সুর মাখা মেঠোপথে
অভিলাষী রাতের মায়াবী বিমূর্ত পলক প্রহরে
মন সাগরের উতাল ঢেউ নির্ভয়ে সাঁতরিয়ে
পবিত্রতা মেশানো গভীর রাতের বিনম্র প্রার্থনায়।
________________
শুক্রবার ১০ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Friday 25 August 2017 খ্রীস্টাব্দ
Al-Jumma'a ৩ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®