বেশ কয়েক দিন থেকে ........
অজানা অচেনা অদেখা এক মধুর হাসি,
আমায় ডাকে,
বাতাসের মৃদু স্পর্শে,
অস্তিত্বের রেখে যায় ছোঁয়া
হৃদয় বাতায়নে যবনিকা সরিয়ে,
অনুভবে এসে হাত দু'টো ধরে বলে
চলো না ঘুরে আসি নীল দিগন্তের ওপারে
পদচারণায় দু'জন এক সাথে,
জীবনের কঠিন পথে,
যদি থাকো পাশে,
জ্যোৎস্না রাতে হাঁটতে হাঁটতে,
নিখোঁজ হবো নক্ষত্রের আঁকাবাঁকা পথে,
মিহি সমীরণ বলে কানে কানে  
পৃথিবী বেশ সুন্দর লাগে,
তুমি কাছে এলে,
আমার সকল ভাবনা হয় এলোমেলো
তন্দ্রালু খেয়াল ভাঙার পরে।

কিন্তু !!
যখন নিজেকে নিয়ে ভাবি .........  
একাকী প্রাতর্ভূত ক্লান্তির অন্তরালে  
অস্পষ্ট ভাবনার শতদল সৌরভ
তাড়া করে বেড়ায় আমায়
জীবনের অস্তগামী সন্ধ্যার আগমনে,
একটা দীর্ঘশ্বাস পরাভূত করে যায়
অসময়ের শূন্য আঙিনায়,
আমি অলীক কল্পনায় ভেসে ভেসে
শ্রান্ত কোকিলের কুহুতানে
উজ্জ্বল পূর্ণিমা খুঁজি অমাবস্যা প্রহরে,
উচ্ছ্বাসিত স্বপ্নরা মুখ ভেংচি কেটে দেখায়
ষোড়শী মনের আড়ালে লুকানো বার্ধক্য,
আধো ভাঙা ঘুমের নির্জনে
অবয়ব দাঁড়ায় অতীতের আরশী হাতে
ঢেউ কুঁচকানো শরীরের দেয়ালে
আশা ও নিরাশার অভিসারের দ্বারপ্রান্তের
আঁকাবাঁকা জীবনের দীর্ঘায়িত অয়নে
সায়াহ্নের সূর্য শ্রাবণী বিদায় বেলায় কাঁদিয়ে  
কিছু ভালোলাগা রেখে-ই যায় অবশেষে
অশ্রু ভেজা মলিন হাসিতে জড়িয়ে।
___________________
জন্ম সময়: শান্ত বিকেল ৫.৪৫ মিনিট
২৭ মার্চ মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®