স্নিগ্ধতার হিমেল পরশ ক্যামনে বুলালে
এক পলকের একটু দেখায় কি করে চোখটা জুড়ালে


তোমার ঐ বাহুডরে
         ক্যামনে নিলে আপন করে
স্বপ্নে দেখা স্বপ্ন কুমার
          ঐ বুঝি পেলাম দেখা তোমার।


তোমার ঐ চাহুনীর মায়ায় কেন আমায় জড়ালে
মনের কথা আসে না মুখে
কথা কও যে তুমি চোখে চোখে
কাছে আসতে চেয়েও পারি না যে থাকি দাড়িয়ে আড়ালে


তোমার কথা বলার ধরণ
অগচরেই মন করেছে হরণ
তোমার হালকা দুষ্টুমির আমেজ মন্দ নয় তা লাগে যে বেশ।
তোমার তরে প্রণয় যে মোর চিরকালেও হবে না শেষ।


তোমার ভাব গাম্ভীর্য  ব্যক্তিত্ব,দুষ্টু মিষ্টি চারিত্রিক গুনের মিশেল
মুগ্ধ করেছে আমায়,
নাইবা হল তোমাকে পাওয়া আমার
তবুও হয়তো সারাজীবন শুধু বেসে যাব ভালো তোমায়।