যখন
একলা ঘরে অন্ধকারে থাকবে তুমি একা
যখন কেউ তোমার বন্ধু হয়ে দেবে না চোখে দেখা।
তখন
তুমি পাবে তোমার কাছে তোমার আমার আমি
সে কখনো সাথ ছাড়ে না একথা জানি
যখন
মনে আসবে এ প্রশ্ন কেন এমন হয় ?
ঠিক তখনই
জাগবে বুকে অসহ্যতা সহস্র ভয়
কেউ নেই তো কি হয়েছে সাথে আছে তোমার ছায়া
তার সাথে বাধোঁ তুমি তোমার মনের সব মায়া।


ধরণীর বুকে তো তুমি একলাই রেখেছো চরণ
আবার তুমি চলে যাবে একলাই হবে তোমার মরণ।


সদাই মানুষ একাকী নি:সঙ্গচারী,
একাই তাকে বাইতে হয় নিজ জীবনের তরী


ক্ষণিকের এই জীবন কালে সবাই মূহুর্তের অতিথি
একাই আছো,একাই ছিলে,একা থাকবে,
একাই টানবে  জীবনের ইতি।