ধরো,আমি শান্ত ছায়া-
আর তুমি তপ্ত রোদ।
আমি স্নিগ্ধ চাঁদ-
আর তুমি তেজদীপ্ত সূর্য।
ধরো,আমি ভালোবাসি অন্ধকার;
আর তুমি ভালোবাসো উজ্জ্বল আলো।
তোমার পছন্দ ঝলমলে রৌদ্রোজ্জ্বল দুপুর-
আর আমার বৃষ্টিস্নাত সন্ধ্যা।
তবে কি তুমি আমায় ভালোবাসবেনা!!
বৈপরীত্য যদি গ্রাস করে নেয় আমার সমগ্র সত্তা;
আড়াল করে রাখে আমায়
তবে কি খুঁজবে না আমায়!
হবে না তুমি আমার!
ওগো প্রিয় - ফিরিয়োনা আমায়..
ভালো যখন বেসেছিই তবে কি পারবোনা
পুড়তে তোমার তপ্ততায়!
ভালো যখন বেসেছিই তবে কি পারবোনা
অন্ধকার ছেড়ে হাটতে তোমার আলোকিত দিশায়!
আমি পারবো...
শুধু ঠাই দিও বুকের ঐ  বামপাশটায়!