আচ্ছা, যদি মেঘ হই?
কিংবা বৃষ্টি?
অতশী গ্রীষ্মে যদি মৃদু বাতাস হয়ে স্পর্শ করি তোমায়?
পথ চলতে চলতে যখন তুমি ক্লান্ত -পরিশ্রান্ত -
ছায়া হয়ে যদি  আগলে রাখি তোমায়?
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আমিই যদি হই তোমার গায়ের সেই উষ্ণ চাদর?
নিবিড় একাকীত্বে আমিই যদি হই তোমার পথ চলার সংগী?
তবুও কি ফিরে তাকাবেনা তুমি?
ভালোবাসবেনা আমায়?
ভালো না হয় নাই বাসলে;
শুধু পড়ে নিতে দিও-
তোমার মায়াবী চোখের সেই অব্যক্ত দুর্বোধ্য ভাষা।
ভালো না হয় নাই বাসলে ;
বুঝে নিতে দিও-
সহস্র কঠোরতা সত্ত্বেও ঠোঁটের কোণে সেই মৃদু হাসিটার অর্থ।
ভালো না হয় নাই বাসলে
জেনে নিতে দিও অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নেয়ার পরও আড়চোখে তাকিয়ে সেই দীর্ঘশ্বাসের কারণ।
আমার অব্যক্ত হৃদয়ানুরক্তি যদি তোমার আয়াত্তসাধ্য না হয়,তবে-
তোমার ভালোবাসা আমি চাইনা।
শুধু কানপেতে শুনতে চাই তোমার প্রতিটি হৃদস্পন্দন।
তোমার ভালোবাসা আমি চাইনা;
তোমার প্রস্বাসে ভারী হওয়া বাতাস নিশ্বাসে গ্রহণ করে নিতে চাই প্রতিটিক্ষণ।
চলার পথে যখন তোমার হাতের মৃদু স্পর্শ এসে লাগবে আমার হাতে-
আর শশব্যস্ত হয়ে  সেই হাত সরিয়ে নেবে-
হৃদয়সর্বস্ব দিয়ে অনুভব করতে চাই তোমার হৃদয়ের সেই হঠাৎ আকুলতা -
অন্তত একটি বার!
আর এভাবেই তোমার হাজারো অবহেলা সত্ত্বেও সেই তোমাকেই ভালোবাসতে চাই সহস্র কোটি বার।