নিরর্থক কিছু অন্বেষা,
উদ্দ্যেশ্যহীন পথ চলা,
পরিণতিহীন কিছু সূচনা,
আমার "তুমি" কে পেয়েও না পাওয়া,
তোমার "আমি" কে অজান্তেই হারিয়ে
ফেলা।


জানি,কিছু সম্পর্ক নামহীন,
কিছু অনুভূতি উপাধিহীন,
তবে সব চাওয়া?
সব প্রার্থনা-
সব প্রত্যাশাই কি প্রাপ্তিহীন?


নিঃস্বার্থ কিছু তিতিক্ষা,
তবুও জীবনের কাছে জীবনের পরীক্ষা।
সত্যের কাছে সত্যের পরাজয়,
কিংবা সত্যের মাঝে কিছু মিথ্যা অভিনয়।


পরিশেষে আমার "তুমি" আর আমার নও
তবে অর্থহীন কিছু আবদ্ধ প্রতিশ্রুতি হতে
এবার না হয়-
স্বেচ্ছায় মুক্তি লও।