তোমার সন্ধ্যা নামা কেশে
প্রকৃতি হবে আন্দোলিত।


হে ফাগুন,
জীবনবৃক্ষের প্রতিটি ডালে আজ
অগণিত কোকিলের কুহুতান।
তুমি স্বপ্নের বসন্ত নিয়ে
ফিরে এসো বার বার
জীবনবৃক্ষের প্রতিটি ডালে।


যুগে যুগে তুমি ফিরে এসো
অরণ্যে-ফুলবনে-নগরে-বন্দরে...
জীবনআয়নায় তুমি জেগে ওঠো
সুখের প্রতিচ্ছবি হয়ে।
হৃদপিন্ডের প্রতিটি কোটরে
সুখের বার্তা নিয়ে ফিরে এসো বার বার...


স্বপ্নে অপ্সরা আসবে
পদ্মফুলের বুকে ভালবাসার
দ্বীপপুঞ্জ গড়ে উঠবে
প্রজাপতির ঝাঁক এসে
ঘুম ভাঙ্গিয়ে যাবে
আবারও ফুল ফুটবে
পাখিরা বাধবে নতুন গান।


পাল তোলা স্বপ্ননৌকা ভেসে চলবে
আমার জীর্ন অবয়ব জুড়ে।
নিস্তরঙ্গ জীবনের বাঁকে বাঁকে
স্বপ্নগুলো হারিয়ে যাবে।