বল্লা বিল হাসছে দেখো
শাপলা ফুলের বাহারে।
কি সুন্দর শোভা এর
দেখতে লাগে আহা!রে।
ফুলের হাসি দেখে আমার
প্রাণ জুড়িয়ে আসে।
লাল সাদা সবুজ রঙের ছোঁয়া
আপন মনে হাসে।
শাপলা ফুলের হাসির সাথে
মনটা আমার হাসে।
তাইতো আমার উদাস এ মন
পল্লী ভালো বাসে।
পল্লীমায়ের বল্লা বিলের
রূপের নেইকো শেষ।
এ যে আমার সোনার বাংলা
আমার বাংলাদেশ।
জন্ম আমার এই দেশেতে
তাইতো আমি ধন্য।
এই দেশেরই দূর্বা কোমল
হীরার চেয়ে দামি পন্য।
সবুজ শ্যামল আমার এ দেশ
আমার জন্ম ভূমি।
মরনে আমায় জড়িয়ে রেখো
বক্ষে ওগো তুমি।