জীবন তুমি বড়ই স্বার্থপর
       পেতে চাও সুখের রশ্মিচ্ছটা
নৃত্যিতে চাও হরিণীসম
       পেতে চাও শুধু পুলকঘটা!
     কিন্তু চাই না আদৌ আমি
     আমোদে নৃত্য সদাই তুমি,
সুখ ত্যাজিয়া চলিতে হবে
        তোমায় নিরবধি সাদামাটা।
জীবন তুমি বড়ই স্বার্থপর
       পেতে চাও সুখের রশ্মিচ্ছটা!


তোমার কুত্সিত কায় ঠাঁই মোর
          তাতে আবার এত বড় কথা!
আমার দ্বারা চলন-গমন আর
          আমায় নিতে চাও কঠিন ব্যথা!
   সুখ বিহনে কে চায় বাঁচিতে
   সদাই ইচ্ছে মন পুলকে নাচিতে
সুখের পরশ চাই-ই আমার
           শুনবো আমি তোমার কথা!
তোমার কুত্সিত কায় ঠাঁই মোর
           হাতে আবার এত পর কথা!


অবাধ্য জীবন দূর হয়ে যাও
       হেরিতে চাই না ওই বদনখানি,
আতিশয্যের বেড়াজালে বাহুপাশিবে
       জোড়াইবে আপন লম্ব পাণি!
    ঘারিঘুরি সব ত্বরা দূরে ফেলি
     না নৃত্যি দু'বাহু আপন তুলি
চাকরের ন্যায় থাকিতে হবে
        রাজি কি অরাজি বল হে এখুনি!
অবাধ্য জীবণ দূর হয়ে যাও
        হেরিতে চাই না ওই বদনখানি!


চাই না থাকিতে তোমার কায়ায়
         মাত্র আর শুধু ক'টা দিন আছি,
যা বল মোকে সই ক'টা দিন--
         বলো না তো তুমি ভালো-মন্দ বাছি!
   এত বাধা মোকে দাও না সুখ,
   যত পার মোকে দাও ভরা দুখ!
খুব শীঘ্রই তুমি আর আমি
          থাকবো না আর কাছাকাছি!
চাই না থাকিতে তোমার কায়ায়
          মিত্র আর শুরু ক'টা দিন আছি!


-----------------সমাপ্ত----------------
5ই ফেব্রুয়ারি,2017