জীবন, তোমায় বড় ভালোবাসি
            দ্বন্দ্ব কর না আমার সনে,
রাগের মাথায় বলি অধিক
           কেমনে বাঁচি  তুমি বিহনে!
    চুমি তোমারে দিবস-রজনী
    প্রিয়তম রূপে তোমায় নমি
আমায় আপন কর হে জীবন
          না চলি তুমি মোর উজানে!
জীবন তোমায় বড় ভালোবাসি
          দ্বন্দ্ব কর না আমার সনে!


তুমি বিহনে তিমির ধরা--
        ক্ষ্মা হতে মোর চির বিদায়,
আমায় পুলকে ভরাও হরষে
         অনুরোধি-অনুনয়ি তোমায়!
    স্থাপিয়া এক সূক্ষ্ম সুহৃদ্যতা
    বাড়াও দুইয়ের আপনতা
তুমি আমার প্রিয়তম, জীবন,
         তুমি ব্যতীত আমি শেষ হায়!
তুমি বিহনে তিমির ধরা
         ক্ষ্মা হতে মোর চির বিদায়!


যাহা বলি তোমা রাগের মাথার
          বলি তাহা শুধু গো অনুরাগে,
মধু আহোরণে কত দ্বন্দ্ব
          কুসুমে-অলিতে কুসুম-বাগে!
    আমার কথায় রাগ না করে
    মিলাও সুর গো আমার সুরে
তোমার সনে দ্বন্দ্ব হলেই
          বুকে যে বড় মোর ব্যথা লাগে!
যাহা বলি তোমা রাগের মাথায়
          তাহা বলি শুধু গো অনুরাগে!


এখনও কি মোর উপর রাগ করিবে
               ওহে আমার সাধের জীবন?
তুমি ছাড়া অচল আমি
               তোমার বিপরীত আমার মরন!
     দয়া করে আর রাগ কর না
     লোচনাশ্রু  গো আর স্মর না
তোলো তো দেখি বদনখানি
               নতুন রূপে তোমায় করি বরন!
এখনও কি মোর উপর রাগ করিবে
               ওহে আমার সাধের জীবন?

---------------সমাপ্ত--------------------
06/02/'17