এসো আমার হৃদয় এসো
         তোমায় লয়ে করি খেলা,
জীবন-যৌবন যায় শুকায়ে
         ত্বরা করি যায় যে বেলা!
    করতে হবে অনেক কেলি
    খেলা শেষে যাবো ফেলি
প্রসূতিরে চিরতরে আর
        সাঙ্গ করি এই সকল মেলা
এসো আমার হৃদয় এসো
        তোমায় লয়ে করি খেলা!


তুমি বিহনে কেমনে কেলি
         বল এই ক্ষেত্রের 'পরে,
ধীরে নয় গো ত্বরা করি
         এসো আমার নিকটে সরে!
   শুনিতে শুনিতে বিহগকাকলি
    পুলকে মোরা করিব কেলি
তুমি আসনাই তেঁই লোচনে
        আবেগধারা সদাই ঝরে!
তুমি বিহনে কেমনে কেলি
        বল এই ক্ষেত্রের 'পরে!


তোমার আগমনের মধুর সুর
          মোর এই দুই কর্নেতে শুনি,
তাই তো সকল অভিমান ত্যাজি
          তোমায় সাদরে গো আহ্বানি!
     খেলতে হবে যে যুদ্ধখেলা
     সাঙ্গ হল যে অনেক বেলা
এসো আমার হৃদয় এসো--
          এসো গো আমার স্বপ্নের রানি!
তোমার আগমনের মধুর সুর
          মোর এই দুই কর্ণেতে শুনি!
-----------------সমাপ্ত---------------