ফিরিয়ে দাও মোর
          সেই জীবন,
যার সনে মোর
           হত আলাপন!
   দাও ফিরিয়ে দাও
   অনুরোধ মোর লও
এ-জীবনে কত খেদ
            করিব সংগোপন!
ফিরিয়ে দাও মোর
             সেই জীবন!


ব্যথা বর্জিত জীবন
          ফিরিয়ে দাও,
এ-সকল বেদনা-খেদ
          ধ্বংসিয়া কও
  তব সূত--তনয় গো বলে
   ভাসি আমি আঁখিজল
পুত্রের বোঝা দয়া করি
           এবার তুমি বও!
ব্যথা বর্জিত জীবন
            ফিরিয়ে দাও!


বুঝেছি তিলে তিলে
     এ-জীবনের স্বাদ,
মনে হয় কোনো কিছু
      এ-জীবনে বাদ
  নাই, ও পড়েছে মনে
  নারীর স্বাদ এ-জীবনে
বুঝিনি আদৌ প্রভু
      ভাবি ইহা খাদ!
বুঝেছি তিলে তিলে
      এ-জীবনের স্বাদ!


----------------------------------
সমাপ্ত,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,