আর কত কাল দহিব আমি
         তীব্র দাবানলের স্রোতে,
দহনজ্বালায় জ্বলে মরি
        সর্ব শরীর ঘিরেছে ক্ষতে!
  বহ্নিহ্রদে মোর জ্বলে তনু
  আমি তো এক ক্ষুদ্র অণু,
আমায় গ্রাস করিয়া লইল
       চলার পথে সকল নতে!
আর কত কাল দহিব আমি
       তীব্র দাবানলের স্রোতে!


চাই মুক্তি এই অনল থেকে
      সহে না আর এ হেন জ্বালা,
কাজের কাজ হয় নি কিছুই
     হতেছে অহর্নিশ শুধুই খেলা!
   চিত্তে গো নাই পুলকচ্ছটা
    হৃদয়ে সদাই অনলঘটা,
আমার চোখে জ্বলছে সবই---
      জ্বলছে এই গোটা মেলা!
চাই মুক্তি এই অনল থেকে
       সহে না আর এ হেন জ্বালা!


অনলহ্রদের জ্বালা থেকে
         মুক্তি মোকে পেতেই হবে,
দহিয়া দহিয়া এমন করি
          আমার কি আর কাল যাবে!
   অনল ত্যাজি শীতল স্রোতে
   আমায় কিন্তু হবেই যেতে,
কিন্তু আমি জানিই না তো
           সে দিন মোর আসবে কবে!
অনলহ্রদের জ্বালা থেকে
           মুক্তি মোকে পেতেই হবে!


;;;;;;সমাপ্ত------