ওগো প্রসূতি শরণিলাম অদ্য
   তোমার দুর্লভ অঙ্কের পরে,
অভীপ্সুচিত্তে উপলব্ধি লক্ষাধিক
   ধারণি বক্ষে দাবানল বৈশ্বানরে!
   তব স্তন অম্বা,পানিয়া হেথা
   ত্যাজিয়া লক্ষ অসীম ব্যথা
মাতৃ-দৈন্য মোচিতে মাত:
    দণ্ডায়মান অদ্য ধৈর্য্য ধরে!


তোমার হতভাগ্য এক দুহিত আমি
     করিতে নারি মাতৃ-দৈন্য মোচন,
তেঁই বহে নেত্রে আঁখিলোরধারা
     বিবিধ কটুতারে করি গো শ্রবণ!
     দুহিতে-তনয়ে অদ্য হতেছে তন্ময়
     অসীম স্বার্থসলিলরাশি স্থাপে যেথায়;
হেরিয়া,শ্রবণিয়া উপলব্ধিয়া,জননী,
     চিৎকারিয়া উঠে মোর হৃদি ও মন!
তোমার হতভাগ্য এক দুহিত আমি
     করিতে নারি মাতৃ-দৈন্য মোচন!


স্বার্থের সংঘাত আজও শ্রবণে কর্ণ
      ব্যথিত হৃদি তুলিছে ক্রন্দনরোল,
অভিবতিহীন মানস মোর
      চিৎকারিছে নীল-সলিল-স্থল!
     কাটিয়া উঠিতে কি পারিব এই সংঘাত?
     মোচিতে পারিব কি তোমার শতাঘাত?
সেবিতে তোমায় চাই গো মাতা
       দহিয়া চলুক মোকে যতই অনল!
স্বার্থের সংঘাত আজও শ্রবণে কর্ণ
       ব্যথিত হৃদি তুলিছে ক্রন্দনরোল!


সেবিতে তোমা হইনা আভিপন্ন
       ধারনি উত্তমাঙ্গে লক্ষ অভিবাদ,
তোমার চিত্ত জয়িতে অম্বা
       করিনা অহর্নিশ আর্তনাদ,
       নাহি মোর কোনো খেদ তায়
      অঙ্কে শরণ দানিয়াছ তো আমায়
ওগো মৃণ্ময়ী অপরূপা দেবী
     বুঝিয়াছি তো রসনায় তোমার স্বাদ!
সেবিতে তোমা হইনা অভিপন্ন
    ধারণি উত্তমাঙ্গে লক্ষ অভিবাদ!


হেরিতে চাহিনা আমি মাতঃ
      তোমার শুষ্ক বদনখানি,
তোমার সুখে এ-দুর্লভ জীবন মোর
     স্বেচ্ছায় হাস্যে যাইব দানি!
     ঞ্জাত তুমি ওহে জননী আমার
     সহিবে না তুমি মোর হাহাকার
কিন্তু, তোমার কর্তব্য করিয়াছ তুমি
      মোর কর্তব্যঅব্জি এখন লইব টানি।
হেরিতে চাহিনা আমি মাতঃ
      তোমার শুষ্ক বদনখানি!