ধিক্কার! ধিক্কার! ধিক্কারি তোমায়--
      আমর্যে তোমা শত ধিক্কারি,
তব অনচ্ছ আপ্য কায়ায়
      তিল আধ আমি সম্মানিতে নারি!
পারিবে উত্তরিতে মম অপৃচ্ছা?
নাই তব মাঝে অহিংসত্বতা,
তবাভিমুখে নিশি-দিশি আপি
      ঘৃণ্যতা নিখুঁতিয়া তোমারে বিচারি!
ধিক্কার! ধিক্কার! ধিক্কারি তোমায়--
      আমর্যে তোমা শত ধিক্কারি!


আপাবন নহে তুমি,প্রেম,
      তব দ্বারা মোর কিসের আপ্তি?
তব অন্ত:করণে শরণিলে মোর
      আমনি ঘটিবে চির সমাপ্তি!
আন্দোলিত চিত্তের ক্রন্দনধ্বনি,
কেমনে হৃদে মোর বল শ্রবণি!
আবহি মোর লোরধারা
      প্রকাশিবে স্ব বিস্তৃত ব্যাপ্তি!
অপাবন নহে তুমি,প্রেম,
      তব দ্বারে মোর কিসের আপ্তি?


তব প্রঞ্জা জয়িবে মোকে--মোরে
      গলে পরাইবে অনুরাগের ফাঁস?
প্রচ্যুতি তব দ্বারা মোর চিত্তের
       ধারনিবে শ্রুতিতে তব ওই ভাষ?
ধিক্কারি তোমা অহরহ--অহর্নিশ,
কেমনে তুমি আচার ছি:!ইস!
এখনই আমি সচেতন অনর্গল
      পশেনি মোর মাঝে এখনও বসন্তমাস!
তব প্রঞ্জা জয়িবে মোকে--মোরে
      গলে পরাইবে অনুরাগের ফাঁস!


তব মনোহারিত্ব 'রে প্রেম,
      নারিবে আমায় একটুও জয়িতে,
পশিয়া মোর মাঝে প্রয়াসিবে নষ্টিতে
      মোকে,আগ্রহী তব তা সহিতে?
মন্দানিলে মুদিয়া দু’নয়ন
শয্যায় শর্বরীতে যাই যে শয়ন
স্বপ্নেও তোমায় নাহি প্রয়াসি
      বিন্দু মাত্র একটুও হেরিতে
তব মনোহারিত্ব 'রে প্রেম,
      নারিবে আমায় একটুও জয়িতে।