তুমি কেন এতটা নরম
      বাঁচতে দেবে না এ-সমাজ তোমায়,
করবে বিনাশ তোমার সবই
      পুড়া রুটিও জুটবে না আহার হায়!
দু'পা আছে,আছে মেরুদণ্ড
      শক্ত হয়ে তবে তো দাঁড়াও!
তোমার দৌড় এই মাঠেতে
      আরও বেশি করে বাড়াও!
এই সমাজ তোমায় চিবিয়ে খাবে,
      সুগঠিত ওই কালো মাথা;
ম্যাও ম্যাও করলে শুধু
      শুনবে না কেউ তোমার কথা!
তোমার মনে তো শক্তি আছে--
      এই অস্ত্রকে শিঘ্র প্রয়োগ কর,
কেন থর থর কাঁপ তুমি?
      ভয় পেয়ে শুধুই মর?
জ্যান্ত তোমায় জ্বালিয়ে দেবে
      বাঁচতে দেবে না এ-সমাজ তোমা,
এই সমাজকে দেখেছি অনেক
      নাড়ি-নক্ষত্র এর আছে জানা!
তোমার মাঝে শক্তি আছে--
      কুকুরের মতো সবাই ছুটবে পিছে,
তোমায় বলবে বাবু বাবু
      কথাটা সত্য, নয় তো মিছে!
তোমার মাঝে শক্তি নেই
      করবে পদাঘাত পেছন দিকে,
পড়বে ডবায়,পুঁতবে পাঁকে
      আঘাত করবে তোমায় সেই ফাঁকে!
নরম থেকে গরম হও হায়
      দেখাও নিজের  যোগ্যতা,তেজ,
নইলে তোমার পড়বে কাটা
      মাথা ও লম্বা সুন্দর লেজ!


              3 রা শ্রাবণ,1412