ওগো প্রেয়সী--হৃদয় মম
      যেও না মোকে হায় গো ত্যাজি!
দগ্ধিতে মোকে---ছারখারিতে ওগো
      হয়ো না তুমি প্রেয়সী অদ্য রাজি!
  যদি তুমি যাও মোকে ছাড়ি
  সর্ব চিত্রাঙ্কণ লও তুমি কাড়ি
কেমনে বল গো নবত্বকে গ্রহিয়া হায়
      নবসজ্জাচ্ছদনে পুলকে অপনি সাজি!
ওগো প্রেয়সী--হূদয় মম
      যেও না মোকে হায় গো ত্যাজি!


অনুরোধি তোমা গো কর জুড়ি
      দিও না মোকে অসহায় করি,
ব্যর্থতার্ণবে তন্মিয়া মোকে
      খেদ-উপাদানে দিও না ভরি!
  ভিখ মাগি তব পানে ভালোবাসা
  দিও না চুরমারি মোর সকল আশা
তুমি বিনা মোর বসন্তোদ্যানে
      সকল প্রসূণ যাইবে ঝরি!
অনুরোধি তোমা গো কর জুড়ি
      দিও না মোকে অসহায় করি!


একাধিকবার তুমি ত্যাজিয়াছো মোকে--
      ত্যাজি গেছো চলি দূরে বারংবার,
আমায় তুমি রক্ষা কর ওগো
      দিও না অসহায় করি আর!
  বড়োই ভালোবাসি গো যে তোমা
  তুমি ব্যতিত গতি নাইকো আমা,
নিকট ভাবি মোকে লও গো বরি
      নাও মোকে সওগাত--নাও উপহার!
একাধিকবার তুমি ত্যাজিয়াছো মোকে--
      ত্যাজি গেছো চলি দূরে বারংবার!


হেরিতে কি পাও মোর আঁখিলোরধারা
             শ্রবণিতে কি নার মোর ক্রন্দনধ্বনি?
একটু দয়া দান মোকে প্রিয়া
             কপটতা চিত্ত নিও না গনি!
       প্রানস্পন্দন থাকিয়া যেতেছি মরি
       রক্ষিতে আপনায় তাই তোমা স্মরি
এ-জীবন তুমি ক'র না মরুকায়
            সৃজিতে চাই শ্যামলতা তম দ্বারা আমি।
হেরিতে কি পাও মোর আঁখিলোরধারা
            শ্রবণিতে কি পাও মোর ক্রন্দনধ্বনি?


কোন শর্বরী উজ্জ্বলালোকিত
            না সৃজিলে নক্ষত্র মিটিমিটিধারা?
কবে কোথায় প্রকৃতি উঠে আন্দোলি
            যদি তথায় সমীরণ না হয় ভরা?
     স্রোতধারা বিনা অম্বুরাশি হয় কি নদী?
     প্রসূণ ব্যতিত কোন উদ্যান সৌরভে যায় স্বাদি?  
তুমি বিনা মোর হৃদিস্রোতধারা
           উদ্যান বিহীন মরুতে হইবে যে হারা!
কোন শর্বরী উজ্জ্বলালোকিত
            না সৃজিলে নক্ষত্র মিটিমিটিধারা?


তুমি গেলে মোকে প্রিয়া ছাড়ি--
            স্থাপিলে মোর আঁখির অন্তরালে
কেমনে আমি কাটাইব কাল
            দীর্ঘ সময়--এই দুর্লভ কালে?
   এ-জীবন তুমি মোর বাঁচাও,
   মানসমাঝে মোকে প্রিয়া বসাও;
এত বড় অন্যায় করি.উ:
           যেও না মোকে ত্যাজি একা ফেলে!
তুমি মোকে গেলে প্রিয়া ছাড়ি--
           স্থাপিলে মোর আঁখির অন্তরালে............?


চোখের জলের দাম দেবে না আজ?
            সত্যিই কি মোকে যাবে ছাড়ি?
মোকে ছাড়ি সুদূর স্থানে
            দেবে কি তুমি সত্যিই পাড়ি?
     উ:! আ:! উ:! ও:! উ:! হায়!
     মনে রাখবে কি আর আমায়?
কেমনে আমি যন্ত্রণার থেকে
           স্বাচ্ছন্দ্যতারে হায় লইব কাড়ি!
চোখের জলের দাম দেবে না আজ
           সত্যিই কি মোকে যাবে ছাড়ি?


                  তুমি ওগো আজ যেও না,
                         তুমি যেও না,
                      অনুরোধি যেও না!
                            যেও না!
                 যে-ও-না-আ-আ-আ-আ-আ!


--------------সমাপ্ত--------------