এক যে ছিল উল্টো রাজা
         ভীষণ যে তার রাগ,
ছারপোকাতে কামড়ে দিলে
         কামড়ে ধরে সে ছাগ!
মাঠে যদি বাধে লড়াই
        বুনো ষাঁড়ে ষাঁড়ে
রানিকে এসে করে কাত
       তুলে সে এক আছাড়ে!
লাগলে খিদে ছুটে গিয়ে
       কামড়ে দেয় সে গাছে,
চ্যান করতে গেলে সে
       ধুতি খুলে তার মাছে!
রেগেমেগে এসে ঘরে
      গাধা যেথায় থাকে
সেইখানেতে গিয়ে রাজা
      খুঁজে যেন ভাই কাকে!
যেই ঢুকেছে পাগলা কুকুর
      কামড়ে দিল সে তারে,
করে কেঁউ কেঁউ পাগলা কুকুর
      তার সাথে কি আর পারে!
এক দিন রাজা বিকেলবেলা
     বসেছে যেই গাছতলায়
উপর থেকে একটি পাখি
    ঝেড়ে দিল তার মাথায়!
অমনি রেগে রাজা মশাই
    গেল কাছের হাটে,
যত ছিল হাটে মুরগি
     সবার গলা কাটে!
গ্রন্থাগারের বইয়ের উপর
      ঢালে কালির শিশি,
এমন উল্টো রাজা সে
      রেগে যায় পেলে হিসি!
                           (সমাপ্ত)