এই ধরাতে জনম আমার
      হয় গো যদি হাজার বার,
আসি যেন ফিরে বারে বারে
      এই মাতৃভূমি ভারতবর্ষে আমার!
বারে বারে হয় ভারত যেন
      আমার স্নেহময়ী মাতৃভূমি,
ইহার ধূলায় হব ধূসরিত
      যাইব ইহার পদধূলি চুমি!
এক মায়ের গর্ভে জন্ম লয়ে
      এই মাকে যেন পূজিতে পারি,
এই বিশ্বের বিশাল রূপে
      মা যে মোদের সেরা সুন্দরী!
জাপান,জার্মানী,অস্ট্রেলিয়া,
      ইতালি,ইংল্যাণ্ড,কানাডাভূমি--
ত্যাজিয়া আমার মাতৃ-অঙ্ক
      যেতে চাই না কোথাও আমি!
হাজার বার আসব ফিরে
      এই শ্যামলী মায়ের বুকে,
নানান কর্মে--নানান পরিশ্রমে
      হাসি ফোটাব মায়ের মুখে!
মায় যে বড়োই ভালোবাসি
      হৃদয়ে সদাই দিয়েছি ঠাঁই,
চেঁচিয়ে মাকে মা বলিব
      এতে তো কোনো কুণ্ঠা নাই!
চাই না কোনো কিছুই ওগো
      চাই না কোনো মর্যাদার ভার,
বারে বারে ফিরব মায়ের কোলে
      এটাই মনের সাধ যে আমার!

             ,,,,,,
::::::::::::-সমাপ্ত-::::::::::::
             ''''''''