দগ্ধে আজ দগ্ধে আমার কোমল
হিয়া তোমার তরে,দহিছে অনল!
তুমি বিনা আজ মোর কোনো গতি নাই,
সর্বদা তোমায় খুঁজি,কোথা বল পাই!
তুমি বিনা আজ আমি শুধু জনহীন,
এই ক্ষ্মা’র পরে হায় আমি এক দীন!
বহু দিশি গেল কাটি,বহে লোরধারা;
ব্যর্থতামরু মাঝে হয়ে গেছি হারা!
নি:সঙ্গ জীবন আজ পুড়িছে অনলে,
শত ব্যথা রাশি ক'রে নাশে মোর বলে!
হায়! হায়! হায়! হায়! এ কী সর্বনাশ!
বেসেছি তোমায় ভালো তবু আমি নাশ!
জানি কোনো দিন আসিবে না ফিরে,
তবুও তোমায় ভাবি ভাসি আঁখিনীরে!


-::::::::::-সমাপ্ত-:::::::::::-