একটু যদি হও অসচেতন
       আবেগের স্রোতে যাবে ভেসে,
কল্পনার জগতে বাঁধিবে ঘর
       যাবে কল্পনার উচ্ছ্বাসে মিশে!
বাস্তব তোমায় দেবে না ধরা
       দূরে দাঁড়িয়ে থাকবে সেটি
যার অস্তিত্ব নেই ধরাতে--
       কল্পনা ভরা ব’ল যেটি
কী হবে ভেবে তারে
     দিতে পারবে তোমায় সুখ?
বাস্তব ত্যাজিয়া তুমি ব’ল
      করবে কি পরিহার আপন দুখ!
তা তো এত সহজ নহে
       তাই বলি শো’ন মন দিয়ে
কল্পনার জগতে নিও না ঠাঁই
        আবেগের স্রোতে যেওনা নিয়ে
নিজেকে,ফিরে এস বাস্তবেতে--
      যে দেবে সুখ-দুখ তোমাকে।
যতই কঠিন হোক বাস্তব
       পাবে কি মুক্তি তার থেকে?
সচেতনতার সঙ্গে ক’র
        নিজের আলাপ-আলোচনা,
বাস্তবকে বুঝতে শেখ
       কল্পনার স্রোতে ভেসে যেওনা।
কল্পনা জে’ন তোমার তরে নয়
       শিল্প সৃষ্টিতে ইহাই লাগে,
এই জগতে গিয়ে করি,যা
      নতুন করে আবার জাগে!
হাঁটিতেই পার না শুয়ে থেকে
        হেঁটে করবে বিশ্বভ্রমণ?
এমন পাগলামি দূরে রেখে
       বাস্তবে দাও তোমার মন।
যাহা কিছু করবে ক’র
       সবই কর চেতনার বলে
নইলে কিন্তু ভেসে যাবে
      দুই নয়নের লোনা জলে!
.......................................
.................সমাপ্ত..............