অবোধ আমি বিচক্ষণহীনার্ণবে
  তন্মিয়া রয়েছিলাম বহু দিশি,
তোমায় গালি দিয়াছিলাম ওই
  অর্ণবাম্বুদে দিয়া মোর চিতকায়া মিশি!
নিষ্ঠুরসম ক্রুদ্ধ-লোচনে হেরিয়া তোমা
  গিয়াছি বহুকাল,হায় গো তিরস্কারি!
বিবেক-মনুষ্যত্ব দিয়া সলিলাঞ্জলি অবিরামধারায়
  গেছি, 'প্রেম',তোমা সদা অত্যাচারি!
স্বচ্ছ নীলাম্বুর 'পরে বিকশিত নীলাব্জ-বাগ
  সদাই, 'প্রেম',হায় গো হায় ত্যাজি
পঙ্কিলসলিলে তন্মিয়া মোকে গো
  বিষাক্ত আগাছায় দিতেছিলাম সাজি!
আসল-নকল,ভালো-মন্দ,উচিৎ-অনুচিৎ--
  ইহাদের ঠাঁই না দিয়া চিতে,
তোমায় লয়ে কুৎসা রটনায়,'প্রেম',
  ছিলাম ব্যাস্তাচলে সৃজিতে গীতে!
সজ্জিত শয়নশয্যায় স্থাপিয়া তনু
  নেত্রযুগল নিদ্রারে দিতেছিল ছুটি,
তোমায় খারাপিতে মোর বদনোদ্যানে
  কুভাষপ্রসূণ উঠেছিল ফুটি!
অদ্য মম সেই চিন্তাধারা চিরতরে
  হৃদি হতে গিয়াজে গো, 'প্রেম',টুটি
তেঁই তব কোমল পাদোৎপলে
  কর আবদ্ধি গো আজ পড়িলাম লুটি!
ক্ষমিয়া দাও এই অধমে,করিয়াছি
  ভুল ক্ষম এই অজ্ঞান-উন্মাদে,
মোর অশ্রুতে প্রক্ষালিব তব পাদ
  'প্রেম',অদ্য নমি তব দুর্লভ পাদে!
             ,,,,,,
-:::::::::::-সমাপ্ত-:::::::::::-
             ''''''''