কাল ছিল না কোনো প্রসূণ
      আজ গিয়েছে শাখেতে ভ'রে--
সবুজ পাতার মর্মরধ্বনি আর
      কুসুমেরা হরষে নৃত্য করে!
সুবাসে--সৌরভে ভরা
      নিকট,দূর আর চারিধার,
সুরঞ্জিত-সুসজ্জিত তরুরাজি
      কোনো কুণ্ঠা নাই তো আর!
হাজার অলি জুটেছে এসে
      মধুর গুঞ্জণে গান করি,
হাজার নৃত্যে শান্তবায়
      সুরূপে ভরা বিকশিত মঞ্জরী!
যা ছিল না গত দিবস
      আজ গিয়েছে সেই ভরিই,
যা ছিল না অতীতে তোমারও
      হবে,তোমার--শুধু তোমারই!
যা ছিল না,নেই এখন যা
      ভাবছো তুমি থাকবে না পরে?
নিশ্চই পাবে, কর কর্ম
      নিষ্ঠা-ভক্তি-ধৈর্য্য ধ'রে!
তোমার হূদয়তরুও দোখিবে
      কুসুমে কুটনলে যাইবে ভরি,
অলি আসিয়া দেখিবে জুটিবে
      নৃত্যিবে বায় অগণিত মঞ্জরী!
তুমিও উজ্জ্বল রঙে রঞ্জিত
      দুর্লভ লক্ষ প্রসূণ পাবে,
বায়ু তোমা দেবে দোলা আর
      তান তুলে গান শুনিয়ে যাবে!
পাবে তো নিশ্চই,কী বলি শো'ন--
      একটু চিতে ধৈর্য্য ধ'র,
যা তোমার তা ছিনিয়ে নিতে
      দিবস-রজনী চেষ্টা ক'র!
      
                      (সমাপ্ত).