সকালবেলা এল বাবু
       মাছ কিনতে মাছবাজারে,
কত লোক ইংরাজিতে
       শুভ সকাল জানায় তারে!
চশমা আঁটা,বুটটি পরা,
       দামি শ্যুট আর জামা;
চাকরি করে,পয়সা কত!
       ধূমপান হয় সিগারেট বিনা?
মৎস্যবাজার গিয়ে বাবু
       তাকায় এদিক ওদিক পানে,
হঠাৎ ক'রে ''গুড মর্ণিং''
       আসল ভেসে বাবুর কানে.
বললে,''কিরে তুই জানালি
       গুড মর্ণিং আমা,
জেলের ছেলে জানিস ইংরাজি
       ছিল না তো এমনটা জানা!
পাঁচশোগ্রাম দে তো ইলিশ
       সবচেয়ে ভালো দেখে,
গুড মর্ণিং-- এই কথাটি
       শিখলি কোথা থেকে?
তা বেশ ভালো,ভূতেও এবার
       করবে মন্দিরে হরিনাম,
ভিখারীও যদি সোনা পরে
       থাকে কি আর সোনার দাম!''
তখন তাকে বলে ছেলেটি,
       ''জেলের ঘরে জন্ম নিলাম--
তোমাদের কাছে আমরা,বাবু,
       চিরদিন জেলেই রয়ে গেলাম!
এই পৃথিবীর সব জায়গায়
       সব কিছুরই হয় উন্নতি,
জেলে আমরা জেলেই আছি
       এটাই তো তোমাদের মতি!''

=_==_==_=সমাপ্ত=_==_==_==