পবিত্র-কোমল-জীবন তুমি
     লইলে শরণ এই তনুতে,
কেমন ক'রে শান্তি দানি
     ব'ল গো তুমি ওই মনেতে?
  বসিলে হেথায় আসন করি;
  দেবতা রূপে তোমায় বরি;
হেরিব লোর কেমন করি
    বলো গো তোমার দুই চোখেতে?
পবিত্র-কোমল-জীবন তুমি
    লইলে শরণ এই তনুতে!


তোমায় দিলে কষ্ট আমি
      সবই হবে বেকার আমার,
চির অজ্ঞাত হইয়া রহি'ব
      হইয়াও আমি ধরায় সাকার!
  অতিথি রূপে এই আবাসে
  নিজের মতো করি গেলে মিশে,
আবাসে মোর লাভিলে ব্যর্থতা
      হইবে যে আমার ভীষণ হার!
তোমায় দিলে কষ্ট আমি
      সবই হবে বেকার আমার!

সাধ্য মতো করিব প্রয়াস
      রবে না ত্রুটি আপ্যায়নের,
তুমিই যে আমার প্রধান অতিথি
      বুঝতে পারিলাম আমি আজকের!
  চরণে তোমার প্রসূণ দানি;
  তোমারই যতনে আছি আমি;
তুমি যে গো কতটা অমূল্য
      বুঝিলাম আমি ভালো করি ফের!
সাধ্য মতো করিব প্রয়াস
      রবে না ত্রুটি আপ্যায়নের!

.............................
             (সমাপ্ত)
.............................