আমবাগানে কোকিল ডাকে
  কুহু কুহু সুরে--
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!
বসন্তের ছোঁয়া লেগে
কত ভ্রমর কুসুম-বাগে
দলে দলে আসিছে গো,
  মন যে উঠে ভ'রে!
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!


কুঁড়ি গোলাপগুলি দেখ
  ফুটেছে কেমন ক'রে,
কাকগুলি সব দলে দলে
  যাচ্ছে কোথায় উড়ে!
কাঠবেড়ালি লেজটি তুলে
ওই যে নাচে বেড়ার কোলে,
কিচিরমিচির ক'রে পাখি
  ডাকে ঘুরেফিরে!
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!


আরামদায়ক বইছে বাতাস
  অতি ধীরে ধীরে,
ঘুমে চোখ করে ঢুলু-ঢুলু
  পৌঁছে যে যাই ঘুমের ঘরে!
রবির কিরণ দিতেছে উঁকি,
নীল অম্বর পড়েছে ঝুঁকি,
সুন্দর সুর উঠছে দেখ
  বসন্তের পার নূপুরে!
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!


নৌকামাঝি নৌকা লয়ে
  তীরের বেগে চলে,
নদীতে দেখ কেমন ক'রে
  জেলেরা জাল ফেলে!
এই দেখ না টুপুস ক'রে
একেবারে মোর পায়ের ধারে
একটি ব্যাঙ উঠল ভেসে
  এলাম আমি সরে!
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!


ঝাঁকে ঝাঁকে ফড়িংগুলো
  ক্ষেতের দিকে যায়,
মজা ক'রে তারা সবাই
  কপির পাতা খায়!
এই ধরাতে সবই সুন্দর,
সবই যে অতি মনোহর,
তবে কেন এত দোষ হায়
  বল আমার 'পরে!
গান শুনে মোর মনেই হয়
  আছি স্বর্গপুরে!


             (সমাপ্ত)