যাচ্ছো যখন যাও
      কবে ফিরে আসবে আবার?
তোমার কাছে কি কিছুই নয়
      আমার হাহাকার?
কেন দিলে আমায় ব্যথা?
এই কি ছিল তোমার কথা?
বুঝিলে না আমায় তুমি
      মাত্র একটিও বার!
যাচ্ছো যখন যাও
      কবে ফিরে আসবে আবার?
আজ শুধুই হাহাকার!


নাই বা দিলে সুখের ভাগ
     ক'রো মোকে দু:খের অংশীদার,
পড়লে বিপদে একবার ডেকো
     চাই না কিছু এর বেশি আর!
  জীবন দিয়েও বাঁচাবো তোমায়,
  তুমিই তো মোর সবই হায়!
দীর্ঘ পরিশ্রমের পারিশ্রমিক তুমি
     মানাইলে আমায় হার!
নাই বা দিলে সুখের ভাগ
     ক'রো মোকে দু:খের অংশীদার!
আজ শুধুই হাহাকার!


আমার বিপদে যদি না পার
    ফেলিতে দু'ফোঁটা আঁখিলোর তোমার--
ঘৃণা 'ভরে দিও থুতু ফেলে
    অন্ত:করণে বহ্নি জ্বালিও আমার!
জানি তুমি নও গো 'মার
বল তো তুমি হেথায় কার?
প্রেম হয়ে মোর মনেতে এসেছে
    রূপ তোমার ছলনার!
আমার বিপদে যদি না পার
    ফেলিতে দু'ফোঁটা আঁখিলোর তোমার...!
আজ শুধুই হাহাকার!

.............................
              (সমাপ্ত)
.............................