শিশু ছিলাম ছোট্টো ছিলাম
       কেনই হলাম বড়ো!
এখন নানান চিন্তাবিধি
       মস্তকে হয়েছে জড়ো!
যখন ছিলাম অবুঝ শিশু
       বুঝিতাম না ভালো-মন্দ,
বুঝিতাম না কাকে বলে মিল
       কোনটাই বা দ্বন্দ্ব!
ভ্রমিয়াছি কত স্থান
        মাতৃ-অঙ্কে চড়ি,
কত শত বার গিয়েছি
        ধূলিতে গোড়াগোড়ি!
সেই ছিল মোর ঢের ভালো
        এ-জীবন মোর তিক্ততার,
কত দেখিব,কত সহিব
        একে খেতেছে অপরের আহার!
সকাল হলেই সংবাদপত্রে
        শুধুই খুন আর খুন,
সংবিধান কি দান করেছে
        ভারতীয়দের এমন গুণ!
এমন অন্যায় হেরিতে নারি
        ওহে জগদীশ্বর--মহাপ্রভু,
মোকে কর ফের অবুঝ শিশু
        এ-হেন যন্ত্রণা সহিব না কভু!
সেই জীবনে এই মুহূর্তেই
        যেতে চাই আমি ফিরে,
চলো না প্রভু চিনি না পথ
        নিয়ে চলো হাতটি ধরে!

::::::::::::(সমাপ্ত)::::::::::::