এই স্বর্ণালী রোদে ঝিরিঝিরি বাতাস
       কুন্তল যায় মোর উড়ে,
চলার পথে প্রসূনসৌরভ
       নাসাকে মোর ভরে!
অন্তরীক্ষপানে খণ্ডমেঘরাশি
       পক্ষীরাজসম উড়ে--
মনে হয় যেন চলিছে ছুটি
       রামগিরির চূড়ে!
সারস দাঁড়িয়ে উঁচিয়ে এক পা
       তীক্ষ্ণ দৃষ্টি তার ঝরে,
ঠোঁট দিয়ে সে করবে আহার
       যে মাছ অগভীরে চরে!
এতকিছু হেরিবার পরে
       হূদয় যে মোর নড়ে,
এমন স্মরণীয় মুহৃর্তটিতে
       কত কিছুই মনে পড়ে!
কত কুঁড়েঘর দণ্ডায়মান
       সজ্জিত স্বর্ণালীখড়ে,
ঝিরিঝিরি বায়ু বয়--বায়
       তরুপত্র ঝরে পড়ে!
এতকিছু দেখার পরে
       কোন দিকে যে মন গড়ে--
আমি উড়ে যাই যে ভেসে
       আবেগ-অনুভূতির ঝড়ে!