অম্বুদ কেন ভেসে বেড়াও
     আমার মাথার--শির্ষের 'পরে?
যাও না তুমি সাহারার বুকে
     আনন্দেতে পড় গো 'ঝরে!
সাহারার যে বড়োই তৃষা
     কণ্ঠ শুকায়ে তার যায়,
তাহার চিৎকার আসে না কানে?
     শুনতে পাও না তায়?
তাহার কঠিণ হৃদয়ের 'পরে
     দাও এক দীর্ঘ দারুণ বরষণ,
তোমার দ্বারা সাহারার হৃদিতে
     হোক বারির এক ভারি সিঞ্চণ!
শ্যামলে সবুজে উঠুক ভরি
     তাহার বন্ধ্যা বক্ষদেশ,
কাঁদিয়া চলিছে সে বহু বৎসর
     তাহার ক্রন্দনের নাই তো শেষ!
শুধুই আমার উত্তমাঙ্গের 'পরে
     ভিড় কর কেন আসি?
ওই অদূরে কাঁদিছে মরুটি
     আর মোদের সনে চাও থাকতে মিশি?
তোমার উপস্থিতিতে মোদের গো
     নাসায় সর্দি ঘটা করে আসে,
আর, অনুপস্থিতিতে তোমার
     সাহারা শুষ্কতায় যায় মিশে!
এখানে নয় ওই দিকেতে
     সাহারার পানে যাও,
ভরাও বুক শ্যামলে সবুজে
     আর,রঙ-বেরঙের ফুল ফোটাও!

::::::::::::সমাপ্ত::::::::::::::