ওই যে দূরে তাকিয়ে দেখ
     হাজার আলোর বাতি,
তাদের মাঝে জেগে আছে
     চাঁদটি সারা রাতি!
তাকে ঘিরে লক্ষ তারা
     করছে দারুণ সভা,
স্বচ্ছ আকাশ ওই দূরেতে
     নাই তো ক্ষণপ্রভা!
সপ্তর্ষি ধ্যানিছে ওই দেখ ওই
      স্থির চিত্তে মুদিত তারা--
মরীচি,অত্রি,পুলস্থ্য,পুলহ,
      ক্রতু,বশিষ্ঠ আর অঙ্গিরা!
শান্ত নীরদ না গরজে
      চলিছে ছুটি উত্তরেতে--
কী অপরূপ দৃশ্য হায়
      কী আছে সুখ ওই জগতে!
রৌপ্যধারা হতেছে প্রবাহিত
      এই ধরিত্রীর বক্ষপানে,
ঝরছে আলো মায়ের বুকে
      ভীষণ খুশি মা এই বরষণে!
নিম্নাভিমুখে হইয়া প্রবাহিত
      মায়ের চরণে পড়িছে লুটি,
লক্ষ আলোর পবিত্র শতদল
      মাতৃবক্ষে উঠিছে ফুটি!  
শুকতারা আর ধ্রুবতারা
      সম পরিশ্রম যায় যে করি,
জেষ্ঠ্যা--দানব নক্ষত্রটিও
      যেতেছে আপনার ঝরণা ঝরি!
তোমরা কি আমার সাথে
      সবাই--সকলে আ'ছ একমত?
এ-সবই যায় তো হেরা
      ওই সুদূরে--ওই দূরের জগৎ!

::::::::::::(সমাপ্ত):::::::::::