একই মায়ের সন্তান মোরা
    দ্বন্দ্ব তবে কিসের তরে?
ভাইয়ে ভাইয়ে মারামারি
    দ্বেষ--হিংসা কী প্রকারে?

স্বার্থ?কিসের স্বার্থ?
    বলতে পার সে কী জিনিস?
কাগজ নিয়ে টানাটানি--
   এটাই দ্বেষের মূল?ইস্!

মারামারি,কাটাকাটি নয়
    ছিনাছিনি আর একটিও বার,
মানুষ শ্রেয় এই ধরাতে,এর
    চেয়ে সত্য কী আছে আর!

অবিনশ্বর পার্থিব সম্পদ
    ভাগযোগ করি সবাই খাও,
বেশি করে টানি কোলের দিকে
    বল তো তুমি কী সুখ পাও?

ভ্রাতা সোদরে দ্বন্দ্ব আর
   সইতে নারে মোদের মাতা,
সবার তরে যাহার হূদি
   বক্ষখানি আছে পাতা!

দ্বন্দ্ব ভুলে,হিংসা ভুলে
   স্বার্থ ভুলে কানটি দাও,
একতার সুর আকাশে,বায়
   ওই যে তুমি শুনতে কি পাও?

এখানের কিছুই নয় তো তোমার
    হের আর ছন্দে কানটি রা'খ,
আপন জাতিকে--ভাই-বোনক
    মনের মতো করি ভালোবাসতে শে'খ!


::::::::::::সমাপ্ত::::::::::::