বহিছে দখিনে বায়ুধারা
     সঙ্গে নেই মোর কেউ,
তটে এসে আছড়ে পড়ে
     কচি ছানা বড়ো ঢেউ!
যে-ই আসে তটাভিমুখে
     ফেরে না সে তো আর,
নতুন করি আবার কেউ
     তীরেতে পশে যে আবার!
উৎস হতে বায়ুর স্রোতে
     পশে সকলই তটের পানে,
হেথায় এসে যায় যে মিশে
     এর আবার কিসের মানে!
ছোটো আমি ক্ষুদ্র মাথে
     যা হতেছে হেথায় হেরা,
মনুষ্যক্ষ্মার করুণ দু:খ
     মনে করি দেয় যে তারা!
ভবের নদীর বালুতটে যে
     মনুষ্যজাতি ঢেউয়ের 'কারে
যায় গো ছুটে বালুর তটে
     আর কভু গো নাহি ফিরে!
তটে গিয়ে যায় গো মিশে
     হয় না ফেরা যে তার,
সময় হলে নিতেই হবে
     সবারে ঢেউয়ের আকার!
মৃত্যু নামক এক বালুতটে
     ভবের নদে যায় যে মিশি,
যখন নৃত্যে নদের মাঝে
     মনেতে তখন দারুণ খুশি!
আর যখনই তটের নিকট
     দমকে দমকে হায় আসে
তখন বুঝি হয় গো রোদন
     যাবে এবার বালুতে মিশে!
অবোধ চোখে বসি বসি
     হতেছে মোর অনেক দেখা,
কেউ নেই তো আমার সনে--
     নদীর তটে আমি গো একা!

::::::::::::সমাপ্ত:::::::::::::


28শে আশ্বিন,1411