তাকিয়ে দেখি পূব দিকেতে ঘিরিছে
       কালো মেঘ নীল নীলাকাশ,
দখিণ হতে ধীরে ধীরে বহিছে
       ধীর মলয়-- শান্ত বাতাস!
তাকিয়ে দেখি উত্তরাভিমুখে
       নিশাচররা চলে শূন্যে ফুটে,
তাকাই লক্ষ যোদ্ধার হয়
       উত্তরে চলছে ত্বরা ছুটে!
তাকিয়ে দেখি তারকার দল
       জোনাকির ন্যায় মিটি মিটি চায়,
চন্দ্রকিরণ লুটিয়ে পড়ে আসি--
       পশে ধরিত্রীর সুকুমার পায়!
জ্যোৎসনা রাতে মেঘলা আকাশ
       কচি সবুজ ঘাসের মেলা,
তারই 'পরে ফড়িংশিশু
       হর্ষে লাফিয়ে করে খেলা!
তাকিয়ে দেখি দিবসেতে
       নৃত্যে পাতিহাঁসের দল,
ওই সুদূরে শীর্ষের 'পরে
       চাইছে চাতক ওই বুঝি জল!
কচি কচি দুই নয়নে মোর
       ধরা পড়ে নিশি-দিশির ছবি,
সবাই কি এ-সব দেখতে পায়
       নাকি আমি ব'লে কিশোর কবি!
নানান রহস্য ভেদ করে যায়
       আমার দুটি নবীন আঁখি,
দুই চোখেতে আকাশ বাতাস
       জননী ধরিত্রীরে লই যে মাখি!
আমার চোখ একটি বারও
       দেবে না কেউ আদৌ ফাঁকি,
মনের চোখ আর এই দুই চোখ--
       চার চোখেতে তাকিয়ে দেখি!

:::::::::::::সমাপ্ত:::::::::::::

20শে আশ্বিন,1411