ভোরের পাখি ডাকছে গাছে
      তর যে সয় না আর,
রবির কিরণ মাখবে গায়ে
      সময় নীল আকাশে যাবার....
পূব আকাশ হয়নি ফাঁকা
      একটুখানি আর আছে দেরি,
বাসায় অধৈর্য্য হয়ে পড়ে
      কল্পনা লইতেছে হৃদিতে ভরি!
ডানার ভিতর ছানারা সব
      করছে অবিরাম কিচিমিচি,
প্রকৃতির সূত্রধারায় ওই
      আছে তারা সবাই বাঁচি!
সারাটা দিশি যাইবে উড়ে
      অনেক দূরের নবীন দেশে,
মহানন্দে ঊষ্ণ আলো মাখি
      আপনায় লইবে তায় মিশে!
শীতল বায়ু কাটিয়া চলিবে
      দু'ডানায় বহিবে বায়ুধারা,
পশ্চাতে ছুটিবে সংকীর্ণ বায়
      অগ্রে হরষে চলিবে তারা!
শিশুরা স্থাপিত নীড়ে যাদের
      আসিবে ঠিক সময় ফিরে,
মায়ের কর্তব্য পালিবে আসি
      আহারিবে ছানারা তাকে ঘিরে!
সাঁঝের বেলা আসবে ফিরে
      জমবে গাছে মজার আসর--
নানান কথা সারাটা দিশির
      আলোচিবে যা ঘটেছে দিনভর!
পশ্চিমের ওই নীল নীলিমা
      রাঙা মেঘে থাকবে ঢাকা,
তারপরেতে নামবে আঁধার
      মধুর দৃশ্য হবে হায় ফাঁকা!
আবার নীড়ে পশি বিশ্রামিবে
      প্রত্যহ যা ঘটে--একই,
একটু পরে যাবে উড়ে
      এখন তো তারা ভোরেরই পাখিই!


::::::::::::সমাপ্ত--------------


24শে আশ্বিন,1411